লেখকের কথা

শনিবার, মে ২৫, ২০১৯ 0 Comments A+ a-

বিশ্লেষক ব্লগের লেখকেরা এই সমাজের সেই মানুষগুলো যাঁরা আজও স্বপ্ন দেখেন এবং অন্য কে স্বপ্ন দেখান এক উজ্জ্বল, সুন্দর ভোর বেলার। তাঁরা স্বপ্ন দেখেন বিশ্বটা বদলে ফেলার, এক শোষণহীন ও শ্রেণীহীন সমাজ গড়ার, এবং এই স্বপ্ন দেখার ফলস্বরূপ তাঁদের প্রতিদিন গঞ্জনা, অপমান, তীক্ষ সমালোচনা থেকে শুরু করে হিংস্র আক্রমণের মোকাবিলা করতে হয়। এই প্রতিবাদ-প্রতিরোধ আর প্রতিশোধের বৃত্তেই জীবনের নানা উপলব্ধিগুলো কে এক জায়গায় করে তাঁদের লেখনীর নির্যাস সাধারণ মানুষ কে রাজনৈতিক ভাবে শিক্ষিত করতে, তাঁদের জাগিয়ে তুলতে ও ঐক্যবদ্ধ করতে জ্বালানি হিসেবে কাজ করে। কে বিশ্লেষকের লেখা পড়ে আঘাত পেল তা দেখা এই ব্লগের কর্ম নয়। 

এই পরিবর্তনের যুদ্ধে বিশ্লেষক মানুষ কে শুধু এক একটি সমস্যা কে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করেই শুধু দেখাতে পারে, সমস্যার গোঁড়ায় গিয়ে তার বৈশিষ্ট্য ও কারণগুলির বিশ্লেষণ করতে পারে এবং সমস্যা সমাধানের সাধারণ সূত্রগুলো নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু বিশ্লেষক সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানগুলো করে না। বিশ্লেষক ব্লগের লেখকেরা সমস্যার অবস্থা নিয়ে আলোচনা করে মানুষ কে আলো দেখাতে নিশ্চয় পারেন, তবে তাঁদের সমস্যা কে নিজের থেকে সমাধান করতে পারেন না আর করা সম্ভবও না। 

আপনি যদি বিশ্লেষক ব্লগের সাথে যুক্ত হতে আগ্রহী। আপনি যদি মানুষের সমস্যাগুলোর বাস্তব ব্যাখ্যা করতে ইচ্ছুক, তাহলে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন। ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার নাম, ফোন নাম্বার আর ইমেল এড্রেস সহকারে। 

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে