বিশ্লেষকের কথা

শনিবার, মে ২৫, ২০১৯ 0 Comments A+ a-

ব্লগ লেখার প্রচলন এই দেশে ২০০৪-০৫ থেকেই তীব্র ভাবে জেঁকে বসে থাকলেও এবং পণ্য ও পরিষেবা বাজারজাত করার প্রচারে বিশেষ ভূমিকা পালন করলেও, এই ব্লগিং কে রাজনৈতিক অধিকার, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াইয়ে গরিব মানুষের হাতিয়ার হিসেবে গড়ে তোলার প্রচলন খুব একটা চোখে পড়ে না। অনেক বিদ্বগ্ধ ব্লগাররা রাজনৈতিক ভাবে ব্লগিং কে গরিবের স্বার্থে ব্যবহার করার প্রচেষ্টা করেন কিন্তু একটা ধারাবাহিকতার অভাবে অনেকেই এই কাজে দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারেন না। আর তার ফলে ইন্টারনেটে কর্পোরেট পুঁজির মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলো ব্যাপক মিথ্যাচার, কুৎসা, ও প্ররোচনার মাধ্যমে শাসক শ্রেণী'র নীতির পক্ষে ওকালতি করে আসছে।

সংবাদ বিক্রির ব্যবসা থেকে সাংবাদিকতা এই যুগে, এই নয়া উদারনৈতিক আবহাওয়ায়, পরিণত হয়েছে সংবাদ সৃষ্টি করার ও সত্যের বিকৃতি করার ব্যবসায়। কয়েক বছর আগে যা ছিল সংবাদ বেচার ব্যবসা তা আজ পরিণত হয়েছে বিজ্ঞাপন ছাপার ব্যবসায় আর তাই বিজ্ঞাপন দাতার কদর যে শুধু বেড়েছে তাই নয় আজ বিজ্ঞাপন দাতারাই আবার ঘটনাচক্রে সংবাদ মাধ্যমের লগ্নিকারী শেয়ার হোল্ডার বা মহাজন, ফলে তাদের স্বার্থ রক্ষা করা এবং তাদের বুদ্ধিজীবি বাহিনী হিসেবে জনমত তৈরির কাজই আজ সংবাদ মাধ্যমের প্রধান কর্তব্যে পরিণত হয়েছে।

এর ফলে তথাকথিত নিরপেক্ষ বলে নিজের ঢাক বাজানো এবং গণতন্ত্র ও স্বাধীনতার গান গাওয়া সংবাদ মাধ্যম ও তার চাকুরে সাংবাদিকদের অত্যন্ত নির্লজ্জ হয়ে আজ বৃহৎ বিদেশী  একচেটিয়া ও লগ্নি পুঁজির পদলেহন করতে দেখা যাচ্ছে। যাকে বলে বনেদি ইংরাজী সংবাদপত্র, তার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দৌলতে করে খাওয়া "সংবাদ পোর্টাল" ইত্যাদী সবাই আজ কে কার চেয়ে বেশি ভাল ভাবে শাসক শ্রেণীর পক্ষে, শোষণ ও লুন্ঠনের পক্ষে জনমত তৈরি করতে পারে তাই নিয়ে আজ প্রতিযোগিতা শুরু হয়েছে। নিরপেক্ষতার আলখাল্লা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে আর ন্যাংটো সম্রাট হাটের মাঝে দাঁড়িয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে আর মোসাহেবদের কুর্নিশ কোড়াচ্ছে।  

বিশ্লেষক ব্লগ বর্তমান দালালির সাংবাদিকতার বিরুদ্ধে একটা বিদ্রোহ। ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, দুঃসাহসী সেই বিন্দু যার বুকে রয়েছে সিন্ধুর চেতনা। বিশ্লেষক ব্লগের প্রকাশিত কোনো ধরনের প্রবন্ধ নিরপেক্ষ নয়, বরং গর্জন করে অঙ্গীকার করে গরিব মানুষের পক্ষ ধারণ করার, শ্রমিক-কৃষক ও মেহনতি জনতার পক্ষ ধারণ করার, দলিত-আদিবাসী ও সংখ্যালঘুদের পক্ষ ধারণ করে তথ্যের ভিত্তিতে সত্য কে আলোয় আনার। বিশ্লেষক ব্লগে সমালোচকের দৃষ্টিভঙ্গীর থেকে, দ্বান্ধিক ভাবে সমাজ ও ঘটনা প্রবাহ কে বিশ্লেষণ করে সহজ (কিন্তু মধুর নয়) ভাষায় পাঠকদের জন্যে প্রকাশ করা হয়। এর ফলে বিশ্লেষক ব্লগের লেখা অনেকের পছন্দ হতে নাও পারে, বিশেষ করে তাদের যারা সমাজের অভিজাত শ্রেণীর মানুষ, যাদের খাদ্য-বস্ত্র-ছাদের জন্যে বেশি লড়তে হয়নি, ঘরে বাইরে, অফিস কাছারি বা নাপিতের দোকানে জাতিগত ও সম্প্রদায়গত পরিচয়ের জন্যে বিদ্বেষ, বঞ্চনার শিকার হতে হয়নি, পাসপোর্টের জন্যে বারবার ঘুষ দিতে হয়নি বা বারবার শুনতে হয়নি যে তাঁদের জাতিগত পরিচয় তাঁদের ব্যক্তি পরিচয়কে সমাজের সকল ক্ষেত্রে ছাপিয়ে যায়, বা নেহাত একটা বাড়ি ভাড়া পাওয়ার জন্যে যে লোকগুলোকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়নি, বা শুধুমাত্র কটা টাকার অভাবে যাদের সন্তানদের লেখাপড়া ছেড়ে অল্প বয়েসেই কাজে নামতে হয়নি।

আপনি যদি সেই স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়ে এসেছেন, স্বচ্ছলতার নৌকায় বিহার করতে করতে নিজের দেশপ্রেম ও সমাজ সচেনতার পরিচয় দেন তাহলে বিশ্লেষক ব্লগ আপনার অনুভূতিতে তীক্ষ ঝাল লাগাবেই।  আর যাঁদের জীবনে উপরে ব্যক্ত প্রতিটি ঘটনার কোন না কোনটা সত্য হিসেবে প্রতিপন্ন হয়েছে তাঁদের জন্যে অবশ্য বিশ্লেষক ব্লগের প্রবন্ধগুলোয় খুঁজে পাওয়ার ও সহমত হওয়ার বহু কিছুই থাকবে। 

এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে