নকশালবাড়ির মূর্তিগুলো: মহাদেবের মানিক কথা
নকশালবাড়ির মূর্তিগুলো: মহাদেবের মানিক কথা
দশ বছর পর, যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙছে, লেনিনের মূর্তি উপড়ে ফেলছে লাতভিয়া, লিথুয়ানিয়া, ইউক্রেন বা আজারবাইজানের প্রতিক্রিয়াশীল শক্তি, যখন কমিউনিস্ট বিপ্লবের আঁতুড় ঘরে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ তখন তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ প্রতিষ্ঠিত হলো লেনিন আর স্তালিনের আবক্ষ মূর্তি। এর পরে এল মাও এর মূর্তি, সালটা ২০০৬ বোধহয়। তারপরে এল সরোজ দত্ত, লিন পিয়াও আর মহাদেব মুখার্জীর মূর্তি, এক এক সময়, এক এক পরিপ্রেক্ষিতে।