মোদের কথা মোদের ভাষায়- পর্ব ১ - ঐতিহাসিক ভাষা শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারির শপথ

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২০, ২০১৮ 0 Comments A+ a-

দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল আর আবার ফিরে এল একুশে ফেব্রুয়ারি। আমার মনে হয় ভাষা শহীদ আর শ্রেণী সংগ্রাম বা সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয়তাবাদী সংগ্রামের শহীদদের কিন্তু স্বপ্নটা একটা জায়গায় গিয়ে মিলে গেছে - এক অত্যাচার, আগ্রাসন ও শোষণমুক্ত সমাজের স্বপ্নে।

তবে সত্যি বলতে কি বাঙালি জাতি আজ একটি পরাধীন জাতিতে পরিণত হয়েছে। বিশেষ করে শিক্ষিত উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা কিন্তু একটা হীনমন্যতায় ভোগা শুরু করেছে এবং নিজের জাতীয় পরিচয় কে মিটিয়ে দিতে বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, তাঁরা কিন্তু হিন্দি, উর্দু এবং ইংরাজীর গর্তে নিজেদের পরবর্তী প্রজন্ম কে ধাক্কা দিয়ে ঠেলে ফেলছে।

আজ বেশি পড়ার নেই, আমার বক্তব্য আপনাদের কাছে তুলে ধরতে শুরু করলাম ভিডিও ব্লগিং এবং এই ভিডিও ব্লগিং এর সিরিজের নাম হল - মোদের কথা মোদের ভাষায়। ভিডিওটা দেখুন ও জানান আরও কি ভাবে উন্নত করা যায় এই ব্লগিং এর স্তর কে।


এই ব্লগের সত্বাধিকার সম্বন্ধে